বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৩

মাগুরায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার শ্রীপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে সাচিলাপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং অননুমোদিত বীজ বিক্রয় ও মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স রাজীব ট্রেডার্সে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।