বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি করায় যশোরে দুই ব্যবসায়ীকে জরিমানা

যশোর, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পানের সঙ্গে ক্ষতিকর খাদ্যপণ্য (চুটিপুটি) বিক্রি ও চিপসে ক্ষতিকর রঙ মেশানোয় যশোরের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আজ সোমবার দুপুরে শহরের গোহাটা সড়কে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে শহরের গোহাটা সড়কের সিটি প্লাজার সামনে ভোলানাথ স্টোরে অভিযান চালানো হয়। ওই দোকানে পান খাওয়ার ক্ষতিকর চুটিপুটি বিক্রির অপরাধে দোকান মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।

পরে একই সড়কে এসডি স্টোরে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য চিপস পাওয়ায় দোকান মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকান দুটি থেকে ক্ষতিকর চুটিপুটি ও চিপস জব্দ করা হয়।

অভিযানকালে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।