শিরোনাম

রংপুর, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
রংপুর শহরের আরডিআরএস বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে গতকাল রোববার বিকেলে ‘জননী’ প্রকল্পের অধীনে সরকারি স্বাস্থ্য বিভাগ ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত আঞ্চলিক সভায় বক্তারা এ মত প্রকাশ করেন।
‘জননী’ প্রকল্পটি আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে, যার অর্থায়ন করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈকা) এবং কারিগরি সহায়তা দিচ্ছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।
২০২৩ সাল থেকে প্রকল্পটি রংপুর ও লালমনিরহাট জেলার নির্বাচিত ৪০টি ইউনিয়নে মা ও নবজাতক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।
‘জননী’ প্রকল্প স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে রংপুর বিভাগে মা ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. গাউসুল আজিম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ওয়াজেদ আলী, সহকারী পরিচালক ডা. মো. মিশকাতুল আবেদ, রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম এবং প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল রায় বক্তব্য রাখেন।
সভাটি পরিচালনা করেন মা ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক কারিগরি বিশেষজ্ঞ ডা. আশরাফ-এ- আফরিন।
ফিল্ড অপারেশনস ম্যানেজার ডা. গোলাম ফখরুদ্দিন ‘জননী’ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং জোট গঠনের গুরুত্ব উপস্থাপন করেন।
ডব্লিউএইচও, ইউনিসেফ, ইন্টারন্যাশনাল এডুকেশন ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেটিকস, ব্র্যাক, ইএসডিও, আরডিআরএস বাংলাদেশ, সুইস কন্টাক্ট, ওয়ার্ল্ড ভিশন, এফপিএবি এবং মেরী স্টোপসসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার প্রতিনিধি এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় মা ও নবজাতক মৃত্যুর সঠিক তালিকা প্রস্তুত করা, গর্ভবতী মায়েদের হালনাগাদ তথ্য সংগ্রহ, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবার মানোন্নয়ন এবং হাসপাতালে স্বাভাবিক প্রসবের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এ সময় একটি অনলাইন বিভাগীয় এমএনএইচ অ্যালায়েন্স প্ল্যাটফর্ম গঠন করা হয়, যা ভবিষ্যতে নিয়মিত অনলাইন ও অফলাইন সভার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাবে।
প্রধান অতিথি আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা এবং সরকারের এই যৌথ উদ্যোগ বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টাকে আরও কার্যকর করবে।
তিনি বলেন, ‘একই সঙ্গে এই অ্যালায়েন্সের কার্যক্রম রংপুর বিভাগে মা ও নবজাতক স্বাস্থ্যসেবা আরও উন্নত করবে।