শিরোনাম

নাটোর, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আসর সিংড়ার পেট্রো বাংলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান।
এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান ও সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, চামারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সার হায়দার হেলাল, স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান লেলিন ও আসাদুজ্জামান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বাদ মাগরিব সিংড়া উপজেলার দমদমা জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।