শিরোনাম

চট্টগ্রাম, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস): মশা নিধনে কার্যকরভাবে প্রমাণিত হওয়ায় প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই (ব্যাসিলাস থুরিংয়েনসিস ইসরায়েলেন্সিস) ব্যবহার করা শুরু বরেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নালা-নর্দমায় পানি মিশ্রিত বিটিআই পাউডার ফগার মেশিনের মাধ্যমে ছিটানো হয়।
চসিক আজ সোমবার সকালে নগরের দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করেছে।
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, জনবল ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এখন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শহরে চিহ্নিত ২৫টি ডেঞ্জার জোনে প্রথমে বিশেষ অভিযান চালানো হবে। বিশেষ করে নালা পরিষ্কারের সময় এই ওষুধ ছিটালে দ্রুত ফল পাওয়া যাবে।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, আগে টেমিপোস ফিফটি ব্যবহার করা হলেও এবার মেয়রের নির্দেশে আরও উন্নত ও পরীক্ষিত আমেরিকান বিটিআই প্রয়োগ করা হচ্ছে।
তিনি বলেন, একবার বিটিআই ছিটালে ১৫ দিন পর্যন্ত সেই জায়গা নিরাপদ থাকে। ওষুধটির কার্যকারিতা ৯৮ থেকে ৯৯ শতাংশ। তবে অনেকদিন একই ওষুধ ব্যবহার করলে মশা রেজিস্ট্যান্স তৈরি করে-তাই সময়মতো ওষুধ পরিবর্তন জরুরি।
গণসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, চসিক মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে, গত ২৬ মার্চ নগরীর ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের সামনের খালে পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। অর্জিত অভিজ্ঞতার আলোকে আজ থেকে ওয়ার্ড পর্যায়ে বিটিআই প্রয়োগ শুরু হলো।
তিনি জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো, নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহারে মশার লার্ভা ধ্বংসে আরও কার্যকর ফল পাওয়া যাবে। পর্যায়ক্রমে পুরো শহরজুড়ে বিটিআই প্রয়োগ করা হলে মশাবাহিত রোগ কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চসিক জানায়, বিটিআই হলো-একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড, যা বিশেষভাবে মশা, ব্ল্যাক ফ্লাই ও ফাংগাস গ্ন্যাটের লার্ভা দমনে ব্যবহৃত হয়। এটি পানিতে প্রয়োগ করার পর লার্ভা খাদ্যের সঙ্গে বিটিআই গ্রহণ করে এবং ব্যাকটেরিয়ার উৎপাদিত ক্রিস্টাল প্রোটিন টক্সিন লার্ভার পরিপাকতন্ত্রে কার্যকর হয়ে তাদের দ্রুত নিধন ঘটায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিটিআই মানুষের শরীর, গৃহপালিত প্রাণী, মাছসহ অন্যান্য পরিবেশবান্ধব প্রাণীর জন্য ক্ষতিকর নয়; এমনকি উদ্ভিদ ও জলজ বাস্তুতন্ত্রেও কোনো বিষাক্ত প্রভাব ফেলে না। বিশ্বজুড়ে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো বাহক-বাহিত রোগ নিয়ন্ত্রণে এটি একটি নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সমাধান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।