বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:০১

সাংবাদিকদের সাথে সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

আজ সাংবাদিকদের সাথে সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ছবি : বাসস

সুনামগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস): সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

সুনামগঞ্জ পুলিশ সুপার সম্মেলন কক্ষে আজ সোমরাব বিকাল সাড়ে ৩ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবাগত পুলিশ সুপার বলেন, জেলায় মাদক, ইভটিজিং, চুরির উপদ্রব ও বালু লুটসহ সকল অপরাধ নির্মুলে পুলিশ প্রশাসন কাজ করবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন বালু মহালে লুটপাট এর কারণে মামলা দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি, মুহাম্মদ আমিনুল হক, মাসুম হেলাল প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ( ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।