বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২

গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ছবি : বাসস

গোপালগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস): গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের অস্বচ্ছল ও মেধাবী ২৭২জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে এসব বৃত্তির চেক হস্তান্তর করেন। শিক্ষার্থীদের পক্ষে বিভাগের সভাপতিগণ চেক গ্রহণ করেন। 

এদিন শিক্ষার্থী প্রতি ২৫০০ টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বৃত্তির অর্থ দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এই সময়ে আমরা অন্তত একাডেমিক মানোন্নয়ন করতে পেরেছি।

আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবকাঠামোগত উন্নয়নও করা হবে। তবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহায়তা প্রয়োজন।’

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমরা যদিও শিক্ষার্থীদের খুব সামান্য পরিমাণ সহায়তা দিচ্ছি। তবে আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে চেষ্টা করছি। যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় উৎসাহী হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিভিন্ন অনুষদের ডিনগণ।

উল্লেখ্য, গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।