শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সুন্দরবন পরিদর্শন করেছেন। এর মাধ্যমে তিনি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণে জার্মানির অঙ্গীকার এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রচেষ্টায় সহায়তা প্রদানের বিষয়টিও তুলে ধরেন।
আজ সোমবার ঢাকাস্থ জার্মান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রদূত লোটজ দূতাবাসের জীববৈচিত্র্য বিষয়ক দলকে সঙ্গে নিয়ে সুন্দরবনের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। সেখানে রয়েছে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, নদীর বিপন্ন ডলফিন এবং ৩ শতাধিক প্রজাতির পশু-পাখি।
দূতাবাস উল্লেখ করেছে, ম্যানগ্রোভ ইকোসিস্টেম শুধু অসাধারণ বন্যপ্রাণী টিকিয়ে রাখে না, বরং পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলে বসবাসরত লাখো মানুষের জীবন-জীবিকায় সহায়তা করে।
দূতাবাসের তথ্যানুযায়ী, জার্মানি ২০১৫ সাল থেকে সুন্দরবন সংরক্ষণে বাংলাদেশকে ১ কোটি ৯০ লাখ ইউরোর বেশি সহায়তা প্রদান করেছে।
এই সহায়তায় মূলত বন পর্যবেক্ষণ জোরদার করা, পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলো রক্ষা করা এবং বনজ সম্পদের ওপর চাপ কমাতে টেকসই জীবিকা সংক্রান্ত কার্যকমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।