বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮

নীলফামারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস।

নীলফামারী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকেলে জেলা সদরে আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ দোয়া মহফিলের আয়োজন করে।

এ সময় জেলা জজ আদালতের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো ও সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বিপুলার ইসলাম সরকার, সদস্য এটিএম ফেরদৌস, বিএনপি নেতা এডভোকেট আজিম হোসেন, রোকুনুজ্জামান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।