বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

বিজিবি’র পঞ্চগড় ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি : বাসস।

পঞ্চগড়, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ অনাড়ম্বর আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

আজ সোমবার এ উপলক্ষে দিনব্যাপী পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। এদিন দুপুরে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর-এর অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো.সায়েমুজ্জামান, জেলার পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের মহিপালে প্রতিষ্ঠিত হয় ১৮ বিজিবি। প্রতিষ্ঠার পর ব্যাটালিয়নটি জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোণা, বলিপাড়া, চুয়াডাঙ্গা এবং ছোটহরিণা এলাকায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড় সীমান্তে দায়িত্বভার গ্রহণ করে। বর্তমানে ১৩৫ দশমিক ৫৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার ১৯টি বিওপি ও ১টি আইসিপির নিরাপত্তার দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নটি।

বিজিবি’র পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, চলতি বছরে ১৮ বিজিবি ১৬ জন আসামিসহ এককোটি ৭৯ লাখ টাকার অধিক মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষা ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে নিয়মিত সহায়তা করছে। এছাড়া বাংলাবান্ধা আইসিপিতে সপ্তাহে দু’দিন বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ব্যাটালিয়নটি ভূমিকা রাখছে।