বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:১০

তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে সাতক্ষীরায় আলোচনা সভা

ছবি : বাসস।

সাতক্ষীরা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে সাতক্ষীরায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, তরুণ প্রজন্মের জন্য মোবাইল আসক্তি সকল সাফল্য ও সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উন্নত দেশ গড়তে হলে আমাদের একটি দক্ষ সুশিক্ষিত জাতি দরকার। সে জন্য নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, নিজেদের কিভাবে গড়ে তুলতে হবে তার জন্য একটি লক্ষ্য স্থির করা দরকার। নিজেকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পরিবার থেকেই আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির মূল উৎপাটন করতে পারলেই দেশ ও জাতি উন্নত হবে। সব কিছুর জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু প্রমুখ। 

সভায় মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।