শিরোনাম

চট্টগ্রাম, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ থেকে ১০ জন নেতা-কর্মী রাতের বেলা ঝটিকা মিছিল করেছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী যথাক্রমে মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
আজ সোমবার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার নানুপুর এলাকায় এই মিছিল বের করা হয়। মিছিলের কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যানুযায়ী, রাতের ওই মিছিলে ৮ থেকে ১০ জন নেতা-কর্মী অংশ নেয়। নানুপুর লায়লা কবির কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. জাহিদ। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয় এবং শেষ করে সবাই দ্রুত পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ও মশাল ছিল। কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা এবং কয়েকজন হেলমেট পরিহিত ছিল। তবে, মিছিলের নেতৃত্বে থাকা মো. জাহিদের মুখ খোলা ছিল। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মী মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
ওসি নুর আহমদ বলেন, ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।