বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

চট্টগ্রামের অক্সিজেন মোড়ের বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়লো ৫০টি টিনশেড ঘর

সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : বাসস

চট্টগ্রাম, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও অন্তত ৫০টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার রেললাইন সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের কারখানার পেছনে এ বস্তির অবস্থান। সেখানে কারখানার শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের বসবাস।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, লেদু মিয়ার বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।
 
তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ ইমরান বলেন, পরে কেডিএস কারখানা থেকে পাইপ দিয়ে পানি এনে আগুন নেভানো হয়। আগুনে কেউ হতাহত হয়নি।

তবে আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে- তা তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।