বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২৩:৫৯

জনগণ বিএনপিকেই প্রত্যাশার জায়গা হিসেবে বেছে নিয়েছে : মাসুদুজ্জামান

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২৫(বাসস) : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনমানুষের দল উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো যে জনগণ বিএনপিকেই তাদের প্রত্যাশার জায়গা হিসেবে বেছে নিয়েছে।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় উল্লেখ করে তিনি বন্দরবাসীর উদ্দেশে নেত্রীর জন্য দোয়া চান, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি সকলের মাঝে ফিরে আসতে পারেন।

আজ শুক্রবার বিকালে বন্দর সিরাজউদ্দৌলা মাঠে বন্দর উপজেলা ও থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেউ যেনো ধর্মকে বিভ্রান্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,  আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না এবং করবোও না। 

পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার জানিয়ে মাসুদুজ্জামান বলেছেন, আমি গতানুগতিক নয়, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি। বন্দর ও নগর একই মায়ের দুই সন্তান।

আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে নারায়ণগঞ্জ পাঁচ আসনকে একটি আধুনিক ও স্বপ্নের নারায়ণগঞ্জে রূপান্তরিত করা সম্ভব। বন্দরবাসীর গ্যাসের, সুপেয় পানির সমস্যা আছে।

এছাড়াও সেতু ও পরিকল্পিত নগরীর প্রয়োজন রয়েছে। বিএনপি বিজয়ী হলে জাতীয় সংসদে আমরা এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুসহ  নারায়ণগঞ্জ বিএনপির মহানগর, থানা, ওয়ার্ডসহ কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।