বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৪

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ৪৫তম বিসিএসে নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএস থেকে ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আজ পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করলো। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫ (পাঁচশত পঁয়ষট্টি) সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ (পাঁচশত পঁয়তাল্লিশ) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (প্রভিশনাল) সুপারিশ করা হলো।