বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৭

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। ছবি: বাসস

কুমিল্লা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস): গত এক সপ্তাহের ধারাবাহিক অভিযানে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। 

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান আজ (২৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্ত অঞ্চলজুড়ে বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। 

অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ঔষধ, আতশবাজি, গরু, কাভার্ড ভ্যান এবং খাদ্য সামগ্রীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৮১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল ও চাদর রয়েছে। এছাড়াও ১ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৫০০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

একই সঙ্গে মাদকদ্রব্য হিসেবে মদ, গাঁজা এবং ইস্কাফ সিরাপও উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।