বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ০০:০৭

জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫(বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ইউজিসি’র হিট প্রজেক্টের আওতায় ‘ইনহেন্সিং টিচিং-লার্নিং ইনফ্রাস্ট্রাকচার’ হিট সাব-প্রজেক্টের উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার ক্যাম্পাসের মনোবিজ্ঞান বিভাগে এ সাব-প্রজেক্টের উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, গবেষণা পরিচালনায় সুনির্দিষ্ট ও সিস্টেমেটিক পদ্ধতির প্রতি গুরুত্বারোপ করতে হবে। একই সঙ্গে সামাজিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে হিট সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার সাহা ‘ইনহেন্সিং টিচিং-লার্নিং ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি প্রজেক্টটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন।

প্রকল্পটির লক্ষ্য হলো সমসাময়িক মনস্তাত্ত্বিক জ্ঞান, তত্ত্ব ও প্রয়োগের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী পাঠ্যক্রম উন্নীত করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর মনোবিজ্ঞান প্রোগ্রামসমূহকে আরও সমৃদ্ধ করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। মূল বক্তব্যের ওপর আলোচনা করেন প্রকল্প সদস্য অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামান। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. ফারজানা আহমেদ।