বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৮

জবিতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ভবনের ঝুঁকি মূল্যায়ন ও বিস্তারিত রিপোর্ট প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক ভূমিকম্পে সম্ভাব্য কাঠামোগত ক্ষতি শনাক্তে উপাচার্যের নির্দেশে গতকাল (২৩ নভেম্বর) জবির প্রকৌশল দপ্তর তাৎক্ষণিকভাবে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সরেজমিনে পরিদর্শন করে একটি প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে।

গতকাল উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ভবনসমূহের ঝুঁকি ও নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন সরেজমিনে পরিদর্শন করেন। এরপর অনুষ্ঠিত কমিটির সভায় প্রকৌশল দপ্তর তাদের প্রস্তুতকৃত বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করে।

কমিটির সদস্যরা ভবনসমূহের বর্তমান অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং জরুরি করণীয় বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন। কমিটির সভা শেষে সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তাব উপাচার্যের নিকট পেশ করেন।

ভবন পরিদর্শন কার্যক্রমে কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশল দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।