শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অর্থ ও হিসাব অফিসের উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও রুলস ২০২৫ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ রোববার বিএমইউ এর শহীদ ডা. মিল্টন হলে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান (রতন)।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) আফরোজা পারভীন এবং ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের চীফ ইনস্ট্রাক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন। ক্রয় কার্যক্রমের নিয়ম, পদ্ধতি, ধাপসমূহ, স্বচ্ছতা বজায় রাখা, আরএফকিউ, ডিপিএম, ওপেন টেন্ডারসহ বিভিন্ন পদ্ধতির কার্যকর ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় বিএমইউ এর বিভিন্ন বিভাগের ক্রয়-সম্পর্কিত দায়িত্বে থাকা ৪০ জন শিক্ষক, কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, রোগীদের প্রয়োজন, চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ক্রয় কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্রয় প্রক্রিয়ার জটিলতা থাকলেও নিয়ম না মানার কোনো সুযোগ নেই। অনেকেই জটিলতার কারণে ক্রয় কার্যক্রমের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেন যা
রোগীর সেবা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য মোটেও ইতিবাচক নয়।
ভিসি বলেন, ‘নতুন যন্ত্রপাতি কেনা, পুরাতন যন্ত্রপাতি মেরামত, বিভিন্ন বিভাগের গবেষণা ও শিক্ষা কার্যক্রম সহ সবকিছুতেই সঠিক সময়ে সঠিকভাবে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা অত্যন্ত জরুরি। আইন উন্নয়নের জন্য, বাধা দেওয়ার জন্য নয়। যারা ক্রয়ের দায়িত্বে আছেন, তাদেরকে রোগীদের স্বার্থে ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে আরও উদ্যোগী হতে হবে।’
তিনি আরও জানান, সঠিক পদ্ধতি ও পরিকল্পনা অনুসরণ করা হলে প্রয়োজনীয় যন্ত্রপাতির ক্রয় এক-দুই মাসের মধ্যেই নিয়ম মেনে সম্পন্ন করা সম্ভব।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরিচালক মো. মাসুদ আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আবু নাজির, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. আব্দুল মতিন, সেকশন অফিসার শামীম আহম্মদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা।
আয়োজনকারীরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালা বিএমইউর ক্রয়-ব্যবস্থাপনাকে আরও দক্ষ, স্বচ্ছ ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।