শিরোনাম

সিলেট (শাবিপ্রবি), ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন দপ্তরের কর্মচারী (চালক) মোহাম্মদ মনসুরের দুই শিশু সন্তান মেজর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাদের চিকিৎসা সহায়তায় অর্থ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ আয়োজন করতে যাচ্ছে ‘কিন বই উৎসব-২০২৫’।
সংগঠনটির এক সাধারণ সভায় মানবিক উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সংগঠটির পক্ষ থেকে জানানো হয়, এবারের বই উৎসবটি একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজু’কে উৎসর্গ করা হয়েছে। এই উৎসব থেকে প্রাপ্ত সম্পূর্ণ লভ্যাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু আবদুল্লাহ এবং হাবিবুল্লাহর চিকিৎসায় ব্যবহার করা হবে।
কিন-এর এই উদ্যোগের ব্যাপারে সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ও অ্যাকাডেমিক চাপের কারণে মুক্তচিন্তা ও গৎবাঁধা জ্ঞানের বাইরে জ্ঞানার্জন সীমিত হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন বইমেলার আয়োজন শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ নিঃসন্দেহে বাড়িয়ে দেবে।