শিরোনাম

বাকৃবি, ময়মনসিংহ, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন বীজ ধান কর্তন-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মিনি ট্রাক্টরের মাধ্যমে ধান কেটে এ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করেন।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখায় প্রোগ্রামটি আয়োজিত হয়।
বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় এ সময় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবুর রহমান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও খামার ব্যবস্থাপনা শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আজকে আমরা যে ধান কর্তন করেছি তা মূলত বীজ ধান বিনা-২৮ যা ভবিষ্যৎ প্রজন্মের উৎপাদনশীলতার স্বপ্ন বহন করে। এই বীজ ধান বিএডিসি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের মাধ্যমে সারাদেশের খামারিদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে। এই ধানের উৎপাদনশীলতা, কার্যকারিতা এবং অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে।
তিনি আরও বলেন, বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা আজকের এই সফলতার অন্যতম ভিত্তি।