শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : আজ শনিবার সকালে হালকা কম্পন অনুভূত হওয়ার পর সন্ধ্যায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রেকর্ড হওয়া এ ভূমিকম্পের মাত্রা সংশোধিত বুলেটিনে রিখটার স্কেলে ৪.৩ ধরা হয়েছে।
বিএমডির হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী জেলায়, যা আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৩ কিলোমিটার দূরে।
তাৎক্ষণিকভাবে কোথাও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রাথমিক বুলেটিনে বিএমডি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭ এবং কেন্দ্র ছিল বাড্ডা এলাকা, যা ভূকম্পন কেন্দ্র থেকে পূর্ব দিকে ৬ কিলোমিটার দূরে।
এর আগে সকালে নরসিংদীর পলাশ উপজেলায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। গতকালও নরসিংদীতেই ছিল ভূমিকম্পের কেন্দ্র।
গত শুক্রবার নরসিংদীকে কেন্দ্র করেই ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা সারা দেশেই প্রভাব ফেলে।