বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ২১:৪৪

ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রংপুর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) এবং হল সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ শনিবার এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন জানায়, খসড়া তালিকায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সেসব শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এবারের নির্বাচনে ভোটদানের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। সংশ্লিষ্ট বিভাগ ও হলগুলোর নোটিশ বোর্ডে এই তালিকা টানানো হবে। শিক্ষার্থীরা নিজ নিজ নাম যাচাই করে ভুল-ত্রুটি কিংবা বাদ পড়ার বিষয়ে আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনের কাছে। এসব আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এদিকে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ আগামী ২৯ ডিসেম্বর থেকে এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান এ তথ্য নিশ্চিত করেন।

পুনঃতফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

পুনঃতফসিল অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

ভোট গ্রহণ হবে ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শিক্ষার্থীদের দাবির মুখে ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে একটি তফসিল ঘোষণা করেছিল ব্রাকসু নির্বাচন কমিশন। তবে ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকায় ফাঁকা ক্যাম্পাসে নির্বাচন আয়োজনকে শিক্ষার্থীরা এক ধরনের হঠকারী সিদ্ধান্ত ও প্রতারণার শামিল বলে তৎক্ষণাৎ তফসিল প্রত্যাখ্যান করে। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে পুনঃতফসিল ঘোষণা করা হয়।