বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ২০:৫০
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২১:২৮

দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ থেকে আসা প্রয়োজন : ধর্ম উপদেষ্টা

শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। ছবি : পিআইডি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ থেকে আসা প্রয়োজন।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে। তিনি আলেম সমাজকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। এছাড়া, অনুমান নির্ভর কথা বলা হতে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। এ স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশের প্রয়াস পেয়েছেন। এ স্মারক প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা যোগাবে, নতুন আলোর দিশা দেবে।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বক্তৃতা করেন।

উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজ প্রফেসর (অব.) আহমাদ মিয়া। এটির প্রকাশক আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং এর প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী।