বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ১৬:২৮

সাভারের আশুলিয়ায় ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) :  ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ৩ দশমিক ৩ রিখটার স্কেলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

আজ সকাল ১০ টা ৩৬ মিনিট ১৯ সেকেন্ডে এই মৃদু মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

আজ বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পেশাগত সহকারী নিজাম  উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে উত্তর-পূর্বদিকে এ মৃদু মাত্রার ভূমিকম্প উৎপত্তিস্থল হতে ২৯ কিলোমিটার দূরত্বে অনুভূত হয়েছে। 

গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে রিখটার স্কেল ৫ দশামক ৭ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে।