বাসস
  ২১ নভেম্বর ২০২৫, ২০:০১

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রস্তুতি নিয়েছে। 

বিএমইউ এর সাধারণ জরুরি বিভাগে ৪টি বেড আহতদের জরুরি চিকিৎসার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

আহতদের সুষ্ঠু চিকিৎসা প্রদানের লক্ষ্যে বিএমইউর নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ এবং এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেসসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যানদেরকে (বিভাগীয় প্রধান) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএমইউ এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের জরুরি নির্দেশে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএমইউ এর নবনিযুক্ত পরিচালক  (হাসপাতাল)  ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, সাধারণ  জরুরি বিভাগে ইভিনিং শিফটে দায়িত্বে থাকবেন ডা. অমিত এবং ডা. নুসরাত শারমিন ।