শিরোনাম

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫(বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে সমন্বয় সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
সভায় নির্বাচনের বিভিন্ন কাজে নিয়োগ, পরিকল্পনা, সমন্বয় ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা হবে।
৩০ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।
ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পররাষ্ট্র সচিবসহ সরকারের ৩৪টি মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।