বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

খুলনায় আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার উদ্বোধন

খুলনা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, নতুন ক্যাম্পাসে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। 

প্রয়োজনীয় আরও উন্নত ল্যাব ও ক্লাসরুম তৈরির কাজ চলমান রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বিশ্ববিদ্যালয় শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ অবস্থান করে নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহবায়ক ড. মো. মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।