বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১৩:৫৩

রাবিতে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন আগামী শনিবার

ফাইল ছবি

রাজশাহী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী শনিবার (২২ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শন-২০২৫ অনুষ্ঠিত হবে। 
কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এরপর দুপুর আড়াইটায় তিনি একইস্থানে মৎস্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিন সকাল ১০টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। বিকেল সোয়া ৫ টায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। 

আজ বৃহস্পতিবার রাজশাহী পিআইডি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।