শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলের একজন শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক ও আরও নয় জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, একাউন্টিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন কবি জসীম উদদীন হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক লাভ করেছেন।
অপরদিকে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মো. রহিম মিয়া (ইতিহাস), জামিউল হাসান (ফারসি ভাষা ও সাহিত্য), ওমর ফারুক (ডেভেলপমেন্ট স্টাডিজ), মো. মিফতাহুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা), মো. বিল্লাল হোসাইন (সমাজকল্যাণ ও গবেষণা), মাশরিকী ইসলাম (ইংরেজি), মো. রাকিবুল হাসান (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সাঈদ মোহাম্মদ খাইরুল আযম (উর্দু) এবং মো. মাসুম বিল্লাহ (ইসলামিক স্টাডিজ)।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসু’র ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এস এম ফরহাদ ও কবি জসীম উদদীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী।
উল্লেখ্য, অনুষ্ঠানে কবি জসীম উদদীন হল সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মাননা এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া, এই অনুষ্ঠানে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।