বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৬

রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু

রংপুরে শুরু হয়েছে আট দিনব্যাপী বিভাগীয় বই মেলা। ছবি: বাসস

রংপুর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শুরু হয়েছে আট দিনব্যাপী বিভাগীয় বই মেলা। উদ্বোধনী দিনেই দর্শনার্থী, লেখক ও কবি-সাহিত্যিকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই বই মেলার উদ্বোধন করেন। ডিসি মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাবেয়া বসরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতালেব সরকার, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক আবু জাফর প্রমুখ।

সবার জন্য উন্মুক্ত এই মেলায় প্রথম দিনই দেখা যায় মেলায় দর্শক-ক্রেতাদের ভিড়। লেখকরাও এসেছেন মেলায়। শুরুর দিনই অটোগ্রাফ দিতে ব্যস্ত দেখা গেছে তাদের। বিক্রিতেও খুশি তারা।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে ফিরে আসি। বই পড়ার দিকে ঝুঁকে পড়ি, লাইব্রেরি মুখি হতে পারি এবং নিজেদের জীবনকে গড়তে পারি। এই উদ্দেশ্য সামনে রেখেই আমাদের এই আয়োজন। বই মানুষকে শেখাবে এবং জানাবে। শুধু মোবাইলের ভিতরে পড়ে না থেকে বই পড়তে হবে তরুণদের। সর্বস্তরের শিক্ষার্থীদের বই পড়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। 

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে মেলা। মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং বিভাগীয় প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে। ৭০ টি বুক স্টল স্থান পেয়েছে বই মেলায়।