শিরোনাম

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫(বাসস): বাংলাদেশে ‘ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রবর্তন’ প্রকল্পের আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তেতে সরাসরি ই-পাসপোর্ট পুস্তিকা ক্রয় এবং প্রশিক্ষণের নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে, যার মোট মূল্য ১ হাজার ৬৯২ কোটি ৩২ লাখ টাকা। এতে জার্মানি ভিত্তিক ভেরিডোস জিএমবিএইচ শর্তাবলী পূরণকারী দরদাতা হওয়ার পর সরবরাহকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এ বছরের ৪৬তম সভা থেকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য প্রায় এক কোটি নতুন পাসপোর্ট ইস্যু করা, কারণ পাসপোর্টের চাহিদা বর্তমানে অনেক বেশি। একই সঙ্গে পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়াও দ্রুত করা হবে। এর পাশাপাশি আরও ৬৫ লাখ নথিপত্র পাসপোর্টের সঙ্গে সরবরাহ করা হবে।
কর্মকর্তারা জানান, এ ক্রয় দেশের ই-পাসপোর্ট ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং পাসপোর্ট ইস্যু করার সক্ষমতা বৃদ্ধি করবে।