বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৬:১৩
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২১

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা। ছবি : বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ও গণঅভ্যুত্থানে  মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। এ সময় ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’— স্লোগান দিতে থাকে জনতা।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ সময় সতর্ক অবস্থানে দেখা গেছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্দোলনে অংশ নেওয়াদের অনেকেই সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় উপস্থিত হন। বিভিন্ন শ্লোগানে তারা পুরো এলাকা মুখরিত করে রাখেন।