শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে সুপ্রিম কোর্টের মাজার গেট সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথে সেনা সদস্য ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন আছে। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও প্রস্তুত রাখা আছে।
নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্টে বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ ও মাদারীপুরসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।