বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৯:২৩

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। 

এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

এর আগে জিএমপি কমিশনার নাজমুল করিমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। গত ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।