বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১৬:১৯

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 

শুক্রবার ঝালকাঠি জেলায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। ছবি: বাসস 

ঝালকাঠি, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। 

আজ শুক্রবার জেলা ডায়াবেটিস সমিতির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও ডায়াবেটিস সচেতনতা সম্পর্কে আলোচনা সভা।

জেলা ডায়াবেটিস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার টি এম মেহেদী হাসান সানি। 

সভায় বক্তব্য দেন, জেলা ডায়াবেটিস সমিতির চিকিৎসক অমিতাভ রায়, সমিতির সদস্য আনোয়ার হোসেন আনু ও  সদস্য মো. হেমায়েত হোসেন হিমু।