বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৩

শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১

ছবি : বাসস

শেরপুর, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার ঝিনাইগাতী সীমান্তে বিজিবি'র অভিযানে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং ১টি মোবাইলসহ একজনকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার বিকেলে উপজেলার গোমরা নামক স্থানে ওই অভিযান পরিচালনা করে বিজিবি।

আটককৃত ব্যক্তির নাম মো. আক্তার মিয়া (৩০)। সে উপজেলার গোমরা গ্রামের মৃত শাহ জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার গোমরা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় আমদানি নিষিদ্ধ ২শত ৫৮ পিস ভারতীয় মদসহ আক্তার মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। জব্দকৃত মদের মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফ. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।