শিরোনাম

মো. মঞ্জুর মোর্শেদ
মুন্সীগঞ্জ, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): রোপা আমন ধান এবার মুন্সীগঞ্জের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৫৩৫ হেক্টর জমিতে। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজ দেওয়ায় ৩ হাজার ৬৮১ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। অর্থাৎ ১৪৬ হেক্টর জমিতে অতিরিক্ত রোপা আমন চাষ করা হয়েছে।
এদিকে আবারকৃত রোপা আমানের মধ্যে সদর উপজেলায় ১২০ হেক্টর, টংগিবাড়ীতে ৪৫ হেক্টর, লৌহজংয়ে ২০৫ হেক্টর, শ্রীনগরে ১২০ হেক্টর, সিরাজদিখানে ৩ হাজার ১৪৬ হেক্টর এবং গজারিয়ায় ৩৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।
লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের কৃষক স্বপন ঢালী জানান, তিনি চলতি মৌসুমে ৪ একর জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। পানি দেরিতে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। সম্প্রতি বৃষ্টি ও ঝড়ো বাতাসে কিছু ধানের গাছ হেলে পরলেও তেমন ক্ষতি হয়নি, ধান কাটা গেছে।
বনসেমন্ত গ্রামের কৃষক লতিফ শেখ জানান, তিনি এবার ৭ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধান চাষ করেছেন। সরকার থেকে উচ্চফলনশীল জাতের বীজ পাওয়ায় ফলন বিগত সময়ের চেয়ে বেশি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, সরকার থেকে চলতি মৌসুমে কৃষকদের মধ্যে প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ সরবরাহ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে ধান চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়, বৃষ্টি না হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষকরা সন্তুষ্ট। ইতোমধ্যে সাড়ে ৯শ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। এ মাসের মধ্যে সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে যাবে।