শিরোনাম

নড়াইল, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রভাব এবং সচেতনতা’ প্রতিপাদ্যে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে সায়েন্টিফিক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এসএম আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডা. দীপংঙ্কর কুমার, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা দ্বীপ বিশ্বাস সুদীপ, ডা. স্মৃতিকণা সরকার, নড়াইল জজকোর্টের সিনিয়র আইনজীবী উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এমএম কামরুজ্জামান কামরুল।
বক্তারা বলেন, ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। শুধু নিয়ম কানুন মেনে খাওয়া-দাওয়া ও চলাফেরা করলে আজীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। কর্মসূচিতেতে চিকিৎসক, নার্স, ডায়াবেটিস রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।