শিরোনাম

রাজশাহী, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনপুর থানার বাসিন্দা মেহেদী হাসান (২৬) এবং রাবি হল ছাত্রলীগের সদস্য ও সিরাজগঞ্জের বেলকুচি থানার বাসিন্দা মো. হোসাইন (২৪)।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১৩ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।