বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৬

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 

রাজশাহী, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাতে তার ছেলেকে হত্যার ঘটনায় লিমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ওই খুনের ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, লিমন মিয়া (৩৫) দায়রা জজের স্ত্রীর পূর্ব পরিচিত ছিল। এর সূত্র ধরে বিভিন্ন সময় লিমন তার থেকে আর্থিক সহায়তা নিত। একপর্যায়ে টাকা দেওয়া বন্ধ করলে বিভিন্নভাবে ব্ল্যাক মেইল করা শুরু করে। 

ঘটনার দিন লিমন জজের স্ত্রীর ছোট ভাই পরিচয় দিয়ে ওই বাসায় প্রবেশ করে। কথা কাটাকাটির একপর্যায়ে চাকু বের করলে জজের স্ত্রী ভয়ে রুমের ভেতর ঢুকে দরজা আটকে দেয়। তখন ঘাতক লিমন লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেসময় জজের ছেলে তাওসিফ তার মাকে রক্ষার জন্য ওই রুমে যায়। একপর্যায়ে লিমন জজের স্ত্রী ও ছেলে উভয়কেই ছুরিকাঘাত করে। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাওসিফকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় বিচারকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় হামলাকারী নিজেও আহত হয়। পুলিশ পাহারায় তাকেও সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়াও পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় ব্যবহৃত ছুরিটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। 

ঘাতকের বিরুদ্ধে রাজপাড়া থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে তাওসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে।