বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ২৩:০০
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০০:০৪

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

আজ বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে ‍ব্রিফিং হয়। ছবি : বাসস

আজ বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টাকে এই ধন্যবাদ জানানো হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। 

একই সাথে সভা থেকে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা শিগগির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।