শিরোনাম

সিলেট, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আহুত ‘লকডাউন’-এর কোনো প্রভাব পড়েনি সিলেটের জনজীবনে। কর্মসূচি চলাকালে সিলেটে আজ স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত ছিল। কোথাও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো ধরনের তৎপরতাও দেখা যায়নি। রাতে সিলেট মহানগর বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে। তবে সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জামায়াত শিবিরকে আলাদা আলাদাভাবে সভা মিছিল করতে দেখা যায়।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে আজ সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশকে টহল ও নিরাপত্তা দিতে দেখা গেছে। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ‘সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়। সিলেটে নাশকতার আশঙ্কা নেই। তারপরও কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য নগরীর ১৫টি স্থানে সতর্ক অবস্থানে পুলিশ।’
এদিকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে জামায়াতে ইসলামী ও শিবির সকাল এগারোটায় মদিনা মার্কেট এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে।