বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ২১:২১

সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

সিলেট, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। 

গতকাল রাতে সীমান্তবর্তী এলাকা কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করে। 

এসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজবোঝাই তিনটি গাড়ি আটক করে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত পেঁয়াজ এবং অন্যান্য চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।