শিরোনাম

সিলেট, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে কৃষক ও তাদের পরিবারের কল্যাণে ‘কৃষক কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর উদ্যোগে আয়োজিত কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক এক কর্মশালায় এ ট্রাস্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
ট্রাস্টের জন্য সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান প্রদান করে প্রাথমিক তহবিল গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সিলেট জেলার কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ আবশ্যক। অনাবাদি পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কৃষক, উদ্যোক্তা ও চাষিদেও প্রণোদনা ও ঋণ দিয়ে সহায়তা করতে হবে।
তিনি বলেন, যারা উদ্যোক্তা তাদের টাকা নেই, আর যাদের টাকা আছে তার উদ্যোগ নেই। এর সমাধান প্রয়োজন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেটের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সিলেট সিটি কর্পোরেনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইফুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াত, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামান।