বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৯:০৬

শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ

পাট চাষীদের প্রশিক্ষণ। ছবি : বাসস

শেরপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): শেরপুর সদরে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন পঁচাত্তর জন কৃষক-কৃষাণী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।

শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা বিএডিসি (বীজ বিপণন) এর সিনিয়র সহকারী পরিচালক আবু সাঈদ মিয়া, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো.খাইরুল বাশার প্রমুখ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে বীজ থেকে পাটবীজ তৈরি, সার প্রয়োগ, বীজতলা তৈরি পদ্ধতি,  বীজ উৎপাদন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।