বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩০

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে জেলাজুড়ে বিশেষ অভিযান চালানো হয়। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।

এর আগেও মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া কিছু ককটেল, পেট্রলসহ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

এদিকে আজ বৃহস্পতিবার জেলাজুড়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি।

মহাসড়কগুলোতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও রাস্তায় মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।