শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, কর্মস্থলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন যাতে যেকোনো ডায়াবেটিক রোগীর জন্য তার পারিপার্শ্বিক পরিবেশ উপযোগী হয়ে উঠতে পারে।
আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও ১৪ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এবারের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’-অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।’
প্রধান উপদেষ্টা বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে যেকোনো রোগী অন্যান্য মানুষের মতোই কর্মক্ষম ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কিন্তু ডায়াবেটিক রোগীরা প্রায়ই এ নিয়ে দুশ্চিন্তাসহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভোগেন। অনেকেই এমনকি নিজেদের ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা অন্যদের কাছে গোপন রাখেন।
তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধের জন্য কিছু অনুশাসন পালন করা জরুরি। এর মধ্যে রয়েছে নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং সময়মতো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা যা কর্মস্থলসহ সবক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিসহ নানামুখী কার্যক্রম গ্রহণ করে চলেছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তী সরকারও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে।
তিনি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।