শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘উচ্চশিক্ষায় মান নিশ্চয়তার অগ্রগতি: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি নেতৃত্বের অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপাচার্যের অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই কনফারেন্সের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চয়তা সেল (আইকিউএসি) কনফারেন্সটির আয়োজন করে। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর ও পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. জুড উইলিয়াম জেনিলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম. রেজাউল ইসলাম।
উদ্বোধনী পর্ব শেষে কনফারেন্সের পরবর্তী সেশনগুলো অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে আমাদের শুধু পাঠদানের গুণগত মান নয় বরং পুরো বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে দক্ষ ও আধুনিক করতে হবে।’
তিনি বলেন, কার্যকর মান নিশ্চয়তা প্রক্রিয়া গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতামূলক কাজের মাধ্যমে একটি উৎকর্ষমুখী শিক্ষা পরিবেশ তৈরি করা সম্ভব। তিনি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মানোন্নয়নের প্রক্রিয়ায় শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় দক্ষতা নিশ্চিত করতে হবে।
তিনি আইকিউএসি’র উদ্যোগে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অধ্যাপক ড. মামুন আহমেদ জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি না পেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি নৈতিক মান বজায় রাখার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়নের জন্য শুধু ভালো শিক্ষাদানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। এজন্য শ্রেণিকক্ষে কেস স্টাডি ও বাস্তবভিত্তিক আলোচনার প্রসার ঘটাতে হবে।
তিনি আরও বলেন, মান নিশ্চয়তার ক্ষেত্রে কর্মসম্পাদন, নিয়মিত মনিটরিং, মূল্যায়ন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্রমাগত উন্নয়ন অপরিহার্য।
এ সময় তিনি শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশে ও বিদেশে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।