বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩০

জয়পুরহাটে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 

জয়পুরহাটে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। ছবি : বাসস

জয়পুরহাট, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর বিচার ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্টেশন রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. ওহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নেমে জনগণের জানমালের ক্ষতি না করার হুঁশিয়ারি দেওয়া হয়। কেউ এসবের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।